ইরান ও হামাস সত্যিই কি ফিলিস্তীনীদের সাহায্য করছে?

❛❛ আমরা যদি এই সমস্যার গভীরে যাই তাহলে এটা অনেক লম্বা ও জটিল বিষয়। কিন্তু সংক্ষেপে আপনি এতটুকু জেনে রাখুন যে, ফিলিস্তিনে হামাস নামক যে সংগঠনটি রয়েছে, তারা ইখওয়ানীদের সহচর। এদের উপর ইখওয়ানীদের কর্তৃত্ব রয়েছে। আর ইখওয়ানীদের সাথে রাফিদ্বীদের পুরাতন সখাতা রয়েছে । ইরান ও হামাসের মধ্যে সম্পর্ক আছে --- এতে কোন সন্দেহ নেই। ইরান হামাসকে সমর্থন করে। এখন এর ভিতরকার অবস্থা কি, তারা ঠিক কতটুকু সমর্থন করে --- সেটা আমরা জানিনা। বাহিরের মিডিয়ায় যা বলাবলি হচ্ছে, আমরা শুধু তা শুনতেছি। কথা হল, কেন এমন হয়না যে, ইরান হামাসের সাথে মিলে ইসরাইলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করছে? অথচ ইসরাইল ফিলিস্তিনকে জোর-জবরদস্তি টুকরো করে ফেলেছে। ওখানে হামাস উপস্থিত থাকা স্বত্তেও ইরান কেন দলবদ্ধভাবে ইসরাইলের সাথে সরাসরি লড়াই করছে না --- যেভাবে ইরাক, সিরিয়া, ইয়েমেনে তারা যুদ্ধ করছে, তাদের আর্মি জেনারেল ও কর্ণেলরা স্বশরীরে উপস্থিত থেকে তদারকি করছে!? . দ্বিতীয়ত আরেকটা ভয়ংকর জিনিস বলব যা আপনার কাছে অবিশ্বাস্য লাগতে পারে, হামাসের সাথে ইরানের বন্ধুত্বের উদ্দেশ্য (এই বন্ধুত্ব যদি কায়েম থাকে আর আমরা জানিনা যে এই বন্ধুত্বের শিকড় ...