Posts

Showing posts from June, 2021

ইসলামের দৃষ্টিতে, করোনা(!) কোন মহামারী নয়।

Image
ইসলামের দৃষ্টিতে, করোনা(!) কোন মহামারী নয়। ইসলামের দৃষ্টিতে, কোন রোগ মহামারী হতে হলে; সেই রোগে প্রতি ঘন্টায় ২০ হাজার মানুষ মারা গেলে তাকে মহামারী বলা হয় । আর তথাকথিত ভুয়া করোনা (!) মহামারী তে, তো ঘন্টায় ২০ হাজার থেকে ৭০ হাজার দূরে থাক! পুরো পৃথিবীতে কয়েক দিন ধরে মিথ্যা করোনা মৃত বলে চালিয়েও এতো মরেনি ।  

রাব্বি জিদনি ইলমা

Image
  ইলম মহান আল্লাহপাকের পক্ষ থেকে মানবজাতির জন্য অনুগ্রহ ও মহাদান। মানবজাতির শ্রেষ্ঠত্বের মূলেই রয়েছে জ্ঞান তথা ইলম। কেবলমাত্র মানবজাতি বাকশক্তি সম্পন্ন, তারা কথা বলতে পারে, যে কোন বিষয় সাবলীলভাবে বর্ণনা করতে পারে। একজনের কথা অপরজন স্বাভাবিকভাবে বুঝতে পারে। মানুষের এই বিস্ময়কর ক্ষমতা মহান আল্লাহ প্রদত্ত মহা নেয়ামত। তিনি মানুষকে জ্ঞানবান করে সৃষ্টি করেছেন, তাঁর স্মরণ শক্তিকে প্রখর করে দিয়েছেন। স্মৃতি শক্তির বিবেচনায় মানুষ অজানাকে জেনে স্মরণ রাখতে পারে। কদাচিৎ স্মৃতিশক্তির দুর্বলতা হেতু মানুষ স্মরণযোগ্য বিষয়কেও ভুলে যায়। মানুষের এ ভুলে যাবার প্রবানতাও এক ধরণের আপদ, আরবী প্রবাদে আছে, ‘আফাতুল ইলমি আন নিসইয়ান’ জ্ঞানের বিপদ ভুলে যাওয়া। মানুষকে জ্ঞানের এ আপদ থেকে পরিত্রান পেতে দোয়া শিক্ষা দেয়ার জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উপলক্ষ্য করে মহান আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন, ‘ (বলো) হে আমার প্রভু, আমার ইলম বৃদ্ধি করে দাও। (সূরা ত্ব-হা : আয়াত: ১১৪)। আয়াতের ব্যাখ্যায় আল্লামা কুরতুবী রাহ. বলেন, ইলমের চেয়ে অন্য কোনো আমল যদি আল্লাহর কাছে বেশি প্রিয় হতো তবে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহ

কাব্বালাহ

Image
কাব্বালাহ নিয়ে সবার আইডিয়া থাকলেও সবার কাছেই ধোয়াসা, তাই একটু ক্লিয়ার করার প্রচেষ্টা মাত্র। কাব্বালাহ খুবই বিশাল এবং অন্ত্যন্ত জটিল বিষয়, তবে চেষ্টা করবো যেন খুব সংক্ষেপে আলোচনা করা যায়। আমরা মোটামুটি সবাই কালোযাদু সম্পর্কে জানি, যেখানে বিভিন্ন তবে তন্ত্র মন্ত্র পড়ে জ্বীনের মাধ্যমে মানুষের ক্ষতি করা হয়, তো কাব্বালাহ এই কালো যাদুর একটি অংশ বলা চলে, আর কাব্বালাহ বিষয় এত বেশি হলে ব্ল্যাক ম্যাজিকের বিস্তার কত বড় তা আন্দাজ করা সম্ভব না। সুতরাং এটা স্পষ্ট যে মানুষকে খব কম জ্ঞানই দান করা হয়েছে, আর এই অল্প জ্ঞানের সীমা এতো বেশি যা এই অল্প জ্ঞান দিয়ে মাপা সম্ভব না। কাব্বালাহর উৎপত্তি নিয়ে অনেক কথা আছে, তবে ব্যাবিলনের সেই কাহিনি থেকেই এর উৎপত্তি হয়। একটু গভীরে যাওয়া যাক। প্রায় ৩৭০০ বছর আগের এক ব্যবিলনীয় গণিত ফলক সংরক্ষিত রয়েছে ব্রিটিশ মিউজিয়ামে। এটি থেকে গবেষকরা জানতে পারেন, সেই তখনই ব্যবিলনবাসীরা আধুনিক ত্রিকোণমিতি সম্বন্ধে জানতো। তারা বৃহস্পতি গ্রহের কক্ষপথও হিসেব করছিল সে যুগেই। এ তো গেল প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। প্রত্নতত্ত্ব থেকে বহু দূরে যদি ঘুরে আসা যায়, তাহলে পাওয়া যায় সম্পূর্ণ ভিন্ন এক অ