Posts

Showing posts from March, 2021

কাল্পনিক করোনা কি বাস্তবে আসতে চলেছে?

Image
  ভাইরোলজি বিভাগ এর post   মনযোগ সহকারে পড়ুন :   বাংলাদেশে করোনা আক্রান্তের হার উর্ধ্বমূখী হচ্ছে । গতকাল সারা বাংলাদেশে এই হার ছিল ৫ . ১৩ শতাংশ । ঢাকা মেডিকেল কলেজের ভাইরোলজী ল্যাবে যা ছিল ১৭ শতাংশ এবং চিকিৎসক আক্রান্তের হার ৩৩ % ।   আক্রান্তের হার বৃদ্ধির কারণগুলো একজন ভাইরোলজিস্ট হিসেবে আমি মনে করি :   🧿 আক্রান্তের হার ২ % এর আশে পাশে থাকায় আমরা সবাই মনে করেছি করোনা দূর্বল হয়ে গেছে । তাই   স্বাস্থ্যবিধি মানায় যথেষ্ট শিথিল হয়েছি । মাস্ক পরছিনা । সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা অনেক বেশি গেট টুগেদার , পর্যটন কেন্দ্র পরিদর্শন করছি । বিপনি কেন্দ্রগুলোতেও যথেষ্ট পরিমানে ভীড় বেড়েছে ।     আপনাদের অবগতির জন্য জানাচ্ছি , করোনাভাইরাস চলৎশক্তিহীন , নির্দিষ্ট জীবিত কোষ ছাড়া বংশবৃদ্ধি করতে পারেনা । তাই একে নির্মূল করার একমাত্র উপায় জীবিত কোষের সংস্পর্শে আসতে না দেয়া । জীবিত কোষ ছাড়া ৭২ ঘন্টার বেশী এরা বাঁচতে পারেনা । মাস্ক পরা , সামাজিক দূ

কিছু গুরুত্ব পূর্ণ বাংলা কিতাবের (পিডিএফ) লিংক:

Image
  আ-সে-ম  ওমোরের (সাহেব) কিছু কিতাব:  https://drive.google.com/drive/folders/1VdXY16aSmLGA_mHud90wEFsOXXtsvkx9?usp=sharing তাসাওউফ https://drive.google.com/file/d/0B-DP90psKm9Hc1JWUjh6V0VmRVE/view?fbclid=IwAR2OspQbj67cbyM0CRmMeJ1UUCa91Vqi1pOnE4AGrA0xMcWLLdvV8S1nLcg সমতলে বিছানো স্থির পৃথিবী। (১ম -৪র্থ খন্ড)। পিডিএফ লিংক। একসাথে।  সমতলে বিছানো স্থির পৃথিবীর ১ম খন্ডতে শাইখ আসাফির কুরআন ও হাদিস থেকে দলিল দিয়ে প্রমান করেছেন যে পৃথিবী সমতল ও স্থির। বলাকার ও ঘূর্ণায়মান নয়। Blog link: https://toorpaahaar.blogspot.com/2021/02/blog-post.html PDF link: https://drive.google.com/file/d/13S5cIIzdY62BZdbDZ305UWR9E9EaCiXh/view?usp=sharing সমতলে বিছানো স্থির পৃথিবী ( ২য় খন্ড ) । প্রাকৃতিক ঘটনাবলী । Blog link: https://toorpaahaar.blogspot.com/2021/02/blog-link-httpstoorpaahaar.html PDF link: https://drive.google.com/file/d/1Bu_tHvAH_ltoEKUtRFS9mYDqpnBU3HuB/view?usp=sharing   সমতলে বিছানো স্থির পৃথিবী ( ৩য় খন্ড ) । ছদ্মবিজ্ঞানের বেড়াজালে সৃষ্টিতত্ত্ব । PDF link:

"চাঁদের নিজস্ব আলো নেই" - এই ধারণা কবেকার?

Image
এই বিষয়টি কবে দুনিয়ার মানুষ জানতে শুরু করল? নিশ্চয়ই বলবেন খুব সাম্প্রতিক কালে হয়তো কোন বিজ্ঞানী বা মহাকাশ সংস্থার গবেষণায় এটি উঠে এসেছে..। আর কিছু বিজ্ঞান ভজনা করা কতিপয় মুসলিম দাবিকারী গণ এটাও দাবি করে বসে যে কুরআনে নাকি ১৪০০ বছর আগেই এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। অনেক বিদ্বান এই নিয়ে কথার ফুলঝুরি ফোটাতে পারঙ্গম হন। তাহলে এবার মূল প্রসঙ্গে আসি, উপরিক্ত বিষয়ে যা জানেন সবটাই আগাগোড়া মিথ্যা। বিজ্ঞান বা কোন মহাকাশ সংস্থা এটি গবেষণা করে বেরও করে নি, আর আসমানী কোন কিতাবেও এই কথা বলা হয় নি যে চাঁদের আলো নিজস্ব নয়। চাঁদের আলো নিজস্ব। চাঁদের মাঝে যাবতীয় ক্ষমতা রয়েছে আলো নির্গত করার, পূর্ণিমা,অমাবস্যা, চন্দ্রগ্রহণ, রেড মুন, ব্লু মুন ইত্যাদি নিদর্শন সংগঠিত করার।ইহা আল্লাহর কর্তৃত্বের একটি নিদর্শন। এই বিষয়ে খুব ভাল করে ব্যাখা করে দেওয়া সম্ভব। কিন্তু এখানে যেই বিষয়টি নিয়ে স্রোতের বিপরীতে দাড় টানবো তা হচ্ছে কুরআন ও হাদীস অনুযায়ী চাঁদের নিজস্ব আলো আছে এবং আলো নেই এটি বর্তমান কালের কোন বিজ্ঞানের তত্ত্ব নয় বরং এটি গ্রিকদের থেকে আগত। আর গ্রিকরা শিখেছে মিশর থেকে, মিশর শিখেছে ইহুদ