Posts

Showing posts from May, 2021

ইরান ও হামাস সত্যিই কি ফিলিস্তীনীদের সাহায্য করছে?

Image
  ❛❛ আমরা যদি এই সমস্যার গভীরে যাই তাহলে এটা অনেক লম্বা ও জটিল বিষয়। কিন্তু সংক্ষেপে আপনি এতটুকু জেনে রাখুন যে, ফিলিস্তিনে হামাস নামক যে সংগঠনটি রয়েছে, তারা ইখওয়ানীদের সহচর। এদের উপর ইখওয়ানীদের কর্তৃত্ব রয়েছে। আর ইখওয়ানীদের সাথে রাফিদ্বীদের পুরাতন সখাতা রয়েছে । ইরান ও হামাসের মধ্যে সম্পর্ক আছে --- এতে কোন সন্দেহ নেই। ইরান হামাসকে সমর্থন করে। এখন এর ভিতরকার অবস্থা কি, তারা ঠিক কতটুকু সমর্থন করে --- সেটা আমরা জানিনা। বাহিরের মিডিয়ায় যা বলাবলি হচ্ছে, আমরা শুধু তা শুনতেছি। কথা হল, কেন এমন হয়না যে, ইরান হামাসের সাথে মিলে ইসরাইলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করছে? অথচ ইসরাইল ফিলিস্তিনকে জোর-জবরদস্তি টুকরো করে ফেলেছে। ওখানে হামাস উপস্থিত থাকা স্বত্তেও ইরান কেন দলবদ্ধভাবে ইসরাইলের সাথে সরাসরি লড়াই করছে না --- যেভাবে ইরাক, সিরিয়া, ইয়েমেনে তারা যুদ্ধ করছে, তাদের আর্মি জেনারেল ও কর্ণেলরা স্বশরীরে উপস্থিত থেকে তদারকি করছে!? . দ্বিতীয়ত আরেকটা ভয়ংকর জিনিস বলব যা আপনার কাছে অবিশ্বাস্য লাগতে পারে, হামাসের সাথে ইরানের বন্ধুত্বের উদ্দেশ্য (এই বন্ধুত্ব যদি কায়েম থাকে আর আমরা জানিনা যে এই বন্ধুত্বের শিকড় কত গ

ইমাম মাহদীকে নিয়ে বিভ্রান্তি ও বাস্তবতা

Image
  হাদিসের আলোকে এটা অবশ্যই প্রমাণিত এবং সত্য যে, কিয়ামতের পূর্বে নবী (সা.)-এর আহলে বাইতের মধ্য হতে এমন একজন ব্যক্তির আগমন হবে যার নাম ও পিতার নাম হবে নবী (সা.)-এর নাম ও পিতার নামের অনুরূপ। অর্থাৎ মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ। যার উপাধি হবে ‘মাহদী’। এবং তার আবির্ভাবের বিষয়টি অনেক সহীহ হাদীস দ্বারা প্রমাণিত এবং উম্মতের ‘তালাক্কী বিল কবুল’ দ্বারা সুপ্রতিষ্ঠিত। সাহাবা-তাবেয়ীন থেকে শুরু করে আহলে সুন্নত ওয়াল জামাতের প্রায় সকল আলেম এ বিষয়ে একমত। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যদি কিয়ামত সংঘটিত হওয়ার মাত্র একদিনও বাকি থাকে তবুও-আল্লাহ তাআলা ওই দিনকে দীর্ঘ করবেন এবং আমার বংশের এক ব্যক্তিকে প্রেরণ করবেন। তার নাম আমার নামের সাথে এবং তার পিতার নাম আমার পিতার নামের সাথে মিলে যাবে। (সুনানে আবু দাউদ : ৪২৮১)। ইমাম মাহদীর পরিচয় ও বৈশিষ্ট্য: উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, মাহদী হবে ফাতেমার বংশধর। (সুনানে আবু দাউদ : ৪২৮৩)। আবু উমামা বাহেলী রা. থেকে বর্ণিত, এক হাদীসে রাসূলুল্লাহ (সা.) তাকে নেককার লোক বলে অভিহিত করেছেন। (সুনানে ইবনে মাজাহ : ৪০৭৭)। উম্মে সালামা (রা.) থেকে বর্ণি

(আর্মি অফ দাজ্জাল) ১ম - ৪র্থ খন্ডের লিংক একসাথে:

Image
  1st part: google drive https://drive.google.com/file/d/1eBdLwtxoXdX98BMt4V-Xq-YFESujjBH8/view?usp=sharing mega drive https://mega.nz/file/pxISWDCT#59XiMdPhS-egray3aKhh5-_qO981q9T9rchKeSs-7a4 2nd part google drive  https://drive.google.com/file/d/1eBdLwtxoXdX98BMt4V-Xq-YFESujjBH8/view?usp=sharing mega drive https://mega.nz/file/Ytpy1TrK#RhHWjknbaP6Z5VHK8UfsGN_dsu8eDMGDDgFip4xAYTM 3rd part google drive https://drive.google.com/file/d/1Vquml5PvGlniGFw5LueZeoGq1RZreAnM/view?usp=sharing mega drive https://mega.nz/file/4sZ1EaoZ#6uKsizZSeKd1CBP9z4-6ZAhz_vAwzGw2pAiPibhja5k 4th part গুগল ড্রাইভ : https://drive.google.com/file/d/10HhAU1FzDTTRKH3TEQSTQJzX-THGoRMn/view?usp=sharing মেগা ড্রাইভ:  https://mega.nz/file/kwxAVTYa#xHZo6Ah7Myc0FnjumnIhcQKDmOyYm6pJW2OLlnPmNaY

ফিলিস্তিন বিপর্যয়ের তিন কারণ

Image
  সাইয়েদ আবুল হাসান আলি নাদাবি রহ. (নিচের লেখাটি গত শতাব্দীর অন্যতম মুসলিম-মনীষা সাইয়েদ আবুল হাসান আলি নাদাবি রহ.-এর একটি ভাষণ; যা মাওলানা আবু তাহের মিসবাহ সম্পাদিত  মাসিক আল-কলম :পুষ্প  -এ অনূদিত ও প্রকাশিত হয়েছে। অনুবাদ করেছেন  আমাতুল্লাহ তাসনীম সাফ্‌ফানা   এবং সম্পাদনা করেছেন  মাওলানা আবু তাহের মিসবাহ  । পাঁচ দশক আগের এই ভাষণ এখনও সমান প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ, মনে হয় যেন আজকের দিনের কথা। পুরোটা পড়ার অনুরোধ রইল।) الحمد لله وكفى, وسلام على عباده الذين اصطفى আম্মাবাদ, মজলিসে উপস্থিত প্রিয় সুধিবৃন্দ! রাবেতা আলমে ইসলামীর কর্মকর্তা, জামেয়া ইসলামিয়ার সম্মানিত শায়খ ও আসাতিযা! আপনাদের সবাইকে জাযাকুমুল্লাহ যে, নিজেদের ব্যস্ত জীবন থেকে কিছু মূল্যবান সময় বের করে আপনারা আমার বক্তব্য শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমি চাইবো, এ মজলিসে আপনাদের সামনে কিছু স্পষ্ট কথা বলি। যা বলবো তা পূর্ণ বিশ্বাস ও প্রত্যয় এবং পূর্ণ আস্থা ও স্থিরতার সঙ্গে যেন বলতে পারি। আপনারা আমার প্রতি যে সুধারণা, যে আস্থা ও বিশ্বাসের পরিচয় দিয়েছেন, এই আস্থা ও বিশ্বাসের দাবীও এটাই; আস্থার প্রতিদানে সততা ও সত্যবাদিতা রক্ষা করা।