পোলিও টিকাতে মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয় বানরের কিডনি:
পোলিও টিকা সহ সাধারণ যেসব টিকা বাচ্চাদেরকে দেয়া হয়, এগুলির প্রত্যেকটি মারাত্মক রকমের ক্ষতিকর, যদিও ক্ষতির পরিমাণ সব বাচ্চাদের ক্ষেত্রে এক রকম হয়না। কোন কোন বাচ্চার ক্ষেত্রে প্রভাবটা সাথে সাথে হয়(Autism)(১)। কোন কোন বাচ্চার ক্ষেত্রে প্রভাবটা সাথে সাথে না হলেও তার শৈশবেই হয় (childhood diabetes, cancer, leukemia).(২)
বর্তমানে যে পোলিও টিকা ব্যবহৃত হয়, এর নাম "IPOL®"। এর লাইসেন্স যুক্তরাষ্ট্রে করা, SANOFI কোম্পানির মালিকানাধীনে। (আরেকটি পোলিও টিকা Polivax এর ব্যাবহার অনেক আগেই (১৯৯১) বন্ধ করা হয়েছে)
IPOL® টিকাতে মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয় বানরের কিডনি, এবং এর পাশাপাশি Formaldehyde, বা Formalin ও থাকে। (৩)
এগুলি কোন ষড়যন্ত্র তত্ব নয়, সন্দেহ হলে আপনি নিজেই দেখে নিতে পারেন এগুলি Wikipedia তে এবং CDC এর website এ বিস্তারিত দেয়া আছে।
> Wikipedia তে প্রকাশিত বিভিন্ন টিকা ও সেগুলির উপাদান সমূহঃ (৪)
> CDC এর website এ প্রকাশিত বিভিন্ন টিকা ও সেগুলির উপাদান সমূহঃ (৫)
(CDC, Centers for Disease Control and Prevention হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সরকারী সংস্থা।)
Formaldehyde(Formalin) এবং Thimerosal(Mercury), এই দুটি ভয়ঙ্কর কেমিক্যাল প্রায় সবগুলি ভ্যাকসিনেই উপস্থিত আছে।
খাবার ফরমালিন মুক্ত হওয়ার ব্যাপারে আমরা খুবই সচেতন, কিন্তু আমাদের নাজুক বাচ্চাদের শরীরে যে সরাসরি Formalin ঢুকানো হয়, সে ব্যাপারে আমরা অনেকেই অবগত নই।
তাদের ভাষ্য মতে এগুলি সহনীয় মাত্রায় আছে, সুতরাং এগুলি নিরাপদ। তাদের এই যুক্তি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়।(৬),(৭)
তারা আরও বলে থাকে যে ছোটবেলায় বাচ্চাদের শরীরে এসব প্রবেশ করালে তাদের ইমিউন সিস্টেম এগুলকে প্রতিরোধ করতে তৎপর হবে, এবং কিছু কিছু কেমিকেল যেমন Formaldehyde নাকি শরীরের ব্যাকটেরিয়া অকার্যকর করে দেয়। শুধুমাত্র ধারণার ভিত্তিতে সুনিশ্চিত ক্ষতিকর জিনিস একটা সুস্থ সবল শরীরে প্রবেশ করানো কতটুকু যুক্তিযত?
এখানে হারাম-হালালেরও একটা ব্যাপার আছে। শরীরের জন্য ক্ষতিকর যেকোনো কিছুই হারাম।
IPOL® ছাড়াও RotaTeq®, ACAM2000®, Kinrix® এবং Pediarix® নামের টিকাগুলিতে উপাদান হিসেবে বানরের কিডনি ব্যবহৃত হয়। কুকুরের কিডনি ব্যাবহার করা হয় ইনফ্লুয়েঞ্জার একটি ভ্যাকসিন FLUCELVAX® এ। শুওরের রক্ত ব্যবহৃত হয় FLUMIST®, এবং ZOSTAVAX® এ।
অনেকেই বলবে যে চিকিৎসা ক্ষেত্রে হারাম জায়েজ হয়ে যায়। হারাম জায়েজ হয়ে যায় ঠিক, কিন্তু সেটা শুধু নিশ্চিত মৃত্যু, অথবা বড় কোন রোগ, যেটাতে ইতিমধ্যে কেউ আক্রান্ত, সেখান থেকে তাকে বাঁচানোর ক্ষেত্রে। একটা সুস্থ সবল শিশুর শরীরে বিনা কারণে এভাবে Formalin বা যেকোনো কেমিক্যাল ঢুকানো জায়েজ তো নয়ই, বৈজ্ঞানিক ভাবেও সমর্থিত নয়।
এসবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলোর উঁচু পর্যায়ের অসংখ্য ডাক্তার এবং গবেষকগণ সোচ্চার হয়েছেন, এবং এ ব্যাপারে তাদের লেখা অনেক বই ছাপানো হয়েছে, এবং ডকুমেন্টারি বানানো হয়েছে। বইয়ের এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বই -
Vaccine Villains(৮)
Thimerosal: Let the Science Speak(৯)
(এই দুটি বই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট John F. Kennedy এর ছেলে Robert F.
Kennedy Jr. এর লেখা)
Vaccines on trial(১০), Vaccine epidemic(১১), How to end the autism epidemic(১২), Evidence of Harm(১৩)
ডকুমেন্টারির মধ্যে উল্লেখযোগ্য -
"A shot in the dark"
লিঙ্কসমূহঃ
(১) https://www.globalresearch.ca/uncovering-the.../5491987
(২)https://www.globalresearch.ca/new-study-in.../5402912
(৩) https://www.fda.gov/.../ipol-poliovirus-vaccine...
(৪) https://en.wikipedia.org/wiki/List_of_vaccine_ingredients
(৫) https://www.cdc.gov/.../appendices/B/excipient-table-2.pdf
(৬) https://www.globalresearch.ca/mercury-and-vaccines/5571134
(৭) https://www.globalresearch.ca/cdc-caught-hiding.../5430305
(৮) https://www.amazon.com/Vaccine-Villains.../dp/1510711619
(৯)https://www.amazon.com/Thimerosal-Evidence.../dp/1634504429
(১০) https://www.amazon.com/Vaccines-Trial.../dp/B077NX99G9
(১১) https://www.amazon.com/Vaccine-Epidemic.../dp/1620872129
(১২) https://www.amazon.com/How-Autism-Epidemic.../dp/1603588248
(১৩) https://www.amazon.com/Evidence-Harm-David.../dp/B001SWNUPQ
ছবিঃ
১) বিভিন্ন টিকাতে ব্যবহৃত কিছু উপাদান, এবং শরীরে এগুলির প্রভাব learntherisk.org
২) যুক্তরাষ্ট্রের Washington অঙ্গরাজ্যের Capitol বিল্ডিং এর সামনে ভ্যাকসিন বিরোধী সমাবেশ, ১৯ এপ্রিল ২০২০
৩) যুক্তরাষ্ট্রের New York অঙ্গরাজ্যের west capitol park এ ভ্যাকসিন বিরোধী সমাবেশ
Good post
ReplyDeleteরুহ ভাই টিকা সংক্রান্ত আরো রিসার্চ করেন এবং লিখেন। যাতে আমরা আমাদের পরিবার বা অন্যান সবাই কে বুঝিয়ে সতর্ক করতে পারি।
ReplyDelete