কাল্পনিক করোনা কি বাস্তবে আসতে চলেছে?

ভাইরোলজি বিভাগ এর post মনযোগ সহকারে পড়ুন : বাংলাদেশে করোনা আক্রান্তের হার উর্ধ্বমূখী হচ্ছে । গতকাল সারা বাংলাদেশে এই হার ছিল ৫ . ১৩ শতাংশ । ঢাকা মেডিকেল কলেজের ভাইরোলজী ল্যাবে যা ছিল ১৭ শতাংশ এবং চিকিৎসক আক্রান্তের হার ৩৩ % । আক্রান্তের হার বৃদ্ধির কারণগুলো একজন ভাইরোলজিস্ট হিসেবে আমি মনে করি : 🧿 আক্রান্তের হার ২ % এর আশে পাশে থাকায় আমরা সবাই মনে করেছি করোনা দূর্বল হয়ে গেছে । তাই স্বাস্থ্যবিধি মানায় যথেষ্ট শিথিল হয়েছি । মাস্ক পরছিনা । সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা অনেক বেশি গেট টুগেদার , পর্যটন কেন্দ্র পরিদর্শন করছি । বিপনি কেন্দ্রগুলোতেও যথেষ্ট পরিমানে ভীড় বেড়েছে । আপনাদের অবগতির জন্য জানাচ্ছি , করোনাভাইরাস চলৎশক্তিহীন , নির্দিষ্ট জীবিত কোষ ছাড়া বংশবৃদ্ধি করতে পারেনা । তাই একে নির্মূল করার একমাত্র উপায় জীবিত কোষের সংস্পর্শে আসতে না দেয়া । জীবিত কোষ ছাড়া ৭২ ঘন্টার বেশী এরা বাঁ...