কাব্বালাহ নিয়ে সবার আইডিয়া থাকলেও সবার কাছেই ধোয়াসা, তাই একটু ক্লিয়ার করার প্রচেষ্টা মাত্র। কাব্বালাহ খুবই বিশাল এবং অন্ত্যন্ত জটিল বিষয়, তবে চেষ্টা করবো যেন খুব সংক্ষেপে আলোচনা করা যায়। আমরা মোটামুটি সবাই কালোযাদু সম্পর্কে জানি, যেখানে বিভিন্ন তবে তন্ত্র মন্ত্র পড়ে জ্বীনের মাধ্যমে মানুষের ক্ষতি করা হয়, তো কাব্বালাহ এই কালো যাদুর একটি অংশ বলা চলে, আর কাব্বালাহ বিষয় এত বেশি হলে ব্ল্যাক ম্যাজিকের বিস্তার কত বড় তা আন্দাজ করা সম্ভব না। সুতরাং এটা স্পষ্ট যে মানুষকে খব কম জ্ঞানই দান করা হয়েছে, আর এই অল্প জ্ঞানের সীমা এতো বেশি যা এই অল্প জ্ঞান দিয়ে মাপা সম্ভব না। কাব্বালাহর উৎপত্তি নিয়ে অনেক কথা আছে, তবে ব্যাবিলনের সেই কাহিনি থেকেই এর উৎপত্তি হয়। একটু গভীরে যাওয়া যাক। প্রায় ৩৭০০ বছর আগের এক ব্যবিলনীয় গণিত ফলক সংরক্ষিত রয়েছে ব্রিটিশ মিউজিয়ামে। এটি থেকে গবেষকরা জানতে পারেন, সেই তখনই ব্যবিলনবাসীরা আধুনিক ত্রিকোণমিতি সম্বন্ধে জানতো। তারা বৃহস্পতি গ্রহের কক্ষপথও হিসেব করছিল সে যুগেই। এ তো গেল প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। প্রত্নতত্ত্ব থেকে বহু দূরে যদি ঘুরে আসা যায়, তাহলে পাওয়া যায় সম্পূর্ণ ভিন্ন এক অ...