নীল আর্মস্ট্রং কে নিয়ে মুসলিমসমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা ও যুক্তিখণ্ডন :-

আমাদের মুসলিম সমাজে একটি কথা খুবই প্রচলিত এবং জনপ্রিয় যে, বিখ্যাত মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং একজন মুসলিম ছিলেন। বলা হয়ে থাকে , তিনি চাদে আযান শুনতে পান এবং পরবর্তিতে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। এটা শুধু সাধারণ জনগনের কাছেই নয় বরং বড় ইসলামী উস্তাদেরা এর পক্ষে কথা বলেন। সাথে এও বলা হয়ে থাকে যে, তিনি নাকি চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার দাগও দেখতে পেয়েছিলেন। চলুন একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে তাদের ধারনাকে ভ্রান্ত প্রমাণ করা যাক প্রথমেই আমরা যদি বিজ্ঞানীদের কথা মেনে নেই তাহলে দাঁড়ায় , চাঁদে কোন বাতাস নেই। শব্দের প্রবাহিত হওয়ার জন্য একটি মাধ্যমের প্রয়োজন। বায়ুশূন্য স্থানে বা ভ্যাকুয়ামে কোন মাধ্যম না থাকায় , সেখানে সাউন্ড ওয়েভ পাস করবে না , বা প্রবাহিত হবে না। তাই চাঁদে কেউ আজান বা শব্দ করলে , সেটি শোনা যাবে না । এই পরীক্ষাটি নিজের বাসায় করে দেখতে পারেন , বায়ুশূন্য স্থানে আসলেই আজান শোনা সম্ভব কিনা। সেই আজান আবার নভোচারীদের পোষাক ভেদ করে নিল আর্মস্ট্রং এর কান পর্যন্ত ...