নীল আর্মস্ট্রং কে নিয়ে মুসলিমসমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা ও যুক্তিখণ্ডন :-


 


আমাদের মুসলিম সমাজে একটি কথা খুবই প্রচলিত এবং জনপ্রিয় যে, বিখ্যাত মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং একজন মুসলিম ছিলেন। বলা হয়ে থাকে,তিনি চাদে আযান শুনতে পান এবং পরবর্তিতে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। এটা শুধু সাধারণ জনগনের কাছেই নয় বরং বড় ইসলামী উস্তাদেরা এর পক্ষে কথা বলেন। সাথে এও বলা হয়ে থাকে যে, তিনি নাকি চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার দাগও দেখতে পেয়েছিলেন।

চলুন একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে তাদের ধারনাকে ভ্রান্ত প্রমাণ করা যাক

প্রথমেই আমরা যদি বিজ্ঞানীদের কথা মেনে নেই তাহলে দাঁড়ায়, চাঁদে কোন বাতাস নেই। শব্দের প্রবাহিত হওয়ার জন্য একটি মাধ্যমের প্রয়োজন। বায়ুশূন্য স্থানে বা ভ্যাকুয়ামে কোন মাধ্যম না থাকায়, সেখানে সাউন্ড ওয়েভ পাস করবে না, বা প্রবাহিত হবে না। তাই চাঁদে কেউ আজান বা শব্দ করলে, সেটি শোনা যাবে না

এই পরীক্ষাটি নিজের বাসায় করে দেখতে পারেন, বায়ুশূন্য স্থানে আসলেই আজান শোনা সম্ভব কিনা। সেই আজান আবার নভোচারীদের পোষাক ভেদ করে নিল আর্মস্ট্রং এর কান পর্যন্ত পৌঁছালো, যা নিতান্তই হাস্যকর দাবী

কোনো স্কলার এখন পর্যন্ত এই দাবীর সপক্ষে কোন প্রমাণ উপস্থাপন করতে পারেন নি যে, নিল আর্মস্ট্রং মুসলিম হয়েছিলেন, কিংবা উনি নামাজ পড়েছেন, বা কলেমা পড়েছেন। দাবী যারা করে, প্রমাণ দেয়ার দায়িত্ব তাদেরই। কিন্তু এখন পর্যন্ত কোন প্রমাণ আমরা পাই নি। তবে এর বিপক্ষে প্রচুর প্রমাণ পাওয়া গেছে

১৯৮৩ সালের মার্চ মাসে ইউএস স্টেট ডিপার্টমেন্ট হতে ইসলামিক বিশ্বের সকল দূতাবাসগুলোতে নিচের এই চিঠিটি প্রেরন করা হয়েছিল। যার ভাবানুবাদ :

" কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত, কোন ধর্মের মানুষকে অশ্রদ্ধা জ্ঞাপন করা বা কাউকে ক্ষুব্ধ করা থেকে বিরত থাকার সর্বোচ্চ চেষ্টাকে সামনে রেখে আর্মস্ট্রং ডিপার্টমেন্টকে পরামর্শ দিয়েছেন এই বিষয়টি পরিষ্কার করতে যে, তার ইসলাম গ্রহণ করার খবরটি অসত্য। সেইসাথে, ভবিষ্যতে এরকম কোন পরিকল্পনাও উনার নেই যে, ভিন্ন কোন দেশে গিয়ে তিনি ইসলামিক কর্মকাণ্ডে অংশ গ্রহণ করবেন।"

সেই সাথে, এশিয়ান রিসার্চ সেন্টারের পরিচালক ফিল পার্শাল এর কাছে নিল আর্মস্ট্রং এর পক্ষ হতে এডমিনিস্ট্রেটিভ এইড এর ভিভিয়ান হোয়াইট এর পাঠানো চিঠিটিও এখানে যুক্ত করা হলো। উল্লেখ্য, নিল আর্মস্ট্রং এর ঠিকানা এখানে লেবানন ( LEBANON ), দেখে কেউ কেউ ধারণা করতে পারেন, নিল আর্মস্ট্রং লেবানন নামক দেশে বসবাস করেন। যা সত্য নয়। এই লেবানন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জায়গার নাম

NEIL A. ARMSTRONG
LEBANON, OHIO 45036
July 14, 1983

Mr. Phil Parshall
Director, Asian Research Center
International Christian
Fellowship 29524 Bobrich
Livonia, Michigan 48152
Dear Mr. Parshall:
Mr. Armstrong has asked me to reply to your letter and to thank you for the courtesy of your inquiry. The reports of his conversion to Islam and of hearing the voice of Adzan on the moon and elsewhere are all untrue.
Several publications in Malaysia, Indonesia and other countries have published these reports without verification. We apologize for any inconvenience that this incompetent journalism may have caused you.
Subsequently, Mr. Armstrong agreed to participate in a telephone interview, reiterating his reaction to these stories. I am enclosing copies of the United States State Department’s communications prior to and after that interview.

Sincerely
Vivian White
Administrative Aide

জার্নাল এরাবিয়া, দ্য ইসলামিক ওয়ার্ল্ড রিভিউ, প্রকাশকাল জুন ১৯৮৫ খ্রিস্টাব্দ, পৃষ্ঠা সম্পাদক এই চিঠিটি প্রকাশ করে লিখেন;

A MUSLIM OVER THE MOON?
“Arabia” is by far the superior newsmagazine regarding what is going on in the Muslim world today. Your reporting is extremely thorough and seeks to be as objective as possible. Your willingness to criticize political policies as well as religious happenings in the Muslim world is refreshing. As an American I would feel your slant on the West is basically fair. It would be most helpful if you would dispel a misconception prevalent in almost all Muslim countries. From Morocco to the Philippines it is commonly believed that Neil Armstrong heard the Azan on the moon, converted to Islam and is now engaged in the full-time propagation of the Muslim faith.
The US State Department has issued a memo saying that the story about Armstrong’s conversion was untrue. The memo said “While stressing his strong desire not to offend anyone or show disrespect for any religion, Armstrong has advised department that reports of his conversion to Islam are inaccurate.” The memo further says, “if post receives queries on this matter, Armstrong requests that they politely but firmly inform querying party that he has not converted to Islam and has no current plans or desires to travel overseas to participate in Islamic religious activities.”
N.B. The memo was sent to all our diplomatic and consular posts.
Dr Phil Parshall
Director, Asian Research Centre Manila, Philippines.

আশা করি বুঝতে অসুবিধা হবে না যে নীল আর্মস্ট্রং একজন খ্রীস্টান ছিল এবং ইসলাম ধর্মের প্রতি তার কোনো অনুরাগও ছিল না,যেটা আজকালকার হুযুর,আলেমদের মতের পরিপন্থী

এমনকি, সবচাইতে বিখ্যাত ইসলামি ওয়েবসাইট Islamqa.info পর্যন্ত স্বীকার করেছে যে, এই বিষয়ে কোন তথ্যপ্রমাণ পাওয়া যায় নি। [ ]
সবথেকে বড় কথা হল, ২০০৫ সালে প্রকাশিত First Man: The Life of Neil A. Armstrong গ্রন্থে, যেটি উঁনার অফিশিয়াল জীবনীগ্রন্থ, তিনি সেখানে পরিষ্কার করেছেন যে, তার ইসলাম গ্রহনের ব্যাপারটি সম্পুর্ন মিথ্যা বানোয়াট []
তথ্যসুত্র:
[
]-Is the story that the astronaut Neil Armstrong became Muslim true?islamiqa.info
[
]- James R. Hansen – First Man: The Life of Neil A. Armstrong – Simon & Schuster, 2005, pp 630-632, ISBN 9780743256315


Comments

Popular posts from this blog

পোলিও টিকাতে মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয় বানরের কিডনি:

আপনার শিশুকে টিকা দিতে চান? তার আগে সত্য জানুন!

ডাইনোসর নিয়ে যত জল্পনা কল্পনা: