দুই উদয়াচল :
আল্লাহ তা’আলা আল কুরআনে বলেনঃ
رَبُّ الْمَشْرِقَيْنِ
وَرَبُّ الْمَغْرِبَيْنِ
অর্থঃ “তিনি দুই ‘মাশরিক’ ও দুই ‘মাগরিব’ এর প্রভু।”
(আল কুরআন, আর রহমান ৫৫ : ১৭)
মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যা করেন শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ থেকে। বছরের প্রত্যেক দিনই সূর্য আকাশে ভিন্ন ভিন্ন কোণ (angle) তৈরি করে উদিত ও অস্তমিত হয়।
গ্রীষ্ম ও শীতে সূর্যের উদয়াচল ও অস্তাচলের কোণে (angle) সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায়। আয়াতে এই দিকেই ইঙ্গিত করা হয়েছে।
Comments
Post a Comment