দাহাহার অর্থ বিকৃতি ও অপপ্রচার: সত্যকে জেনে নিন।





যেখানে দাহাহা(ﺩﺣﺎﻫﺎ) শব্দের অর্থ সকল হাদীস,তাফসীর  আরবী অভিধানে "তিনি তাকে বিস্তৃত করেছেনকরা হয়েছে,কোথাও "উটপাখীর ডিমকরা হয়নিসেখানে ডাঃজাকির "দাহাহা( ﺩﺣﺎﻫﺎ ") অর্থ "উটপাখীর ডিমকোত্থেকে আমদানি করল?
.
প্রকৃত_পক্ষে_ﺩﺡﺍﻫﺎ _শব্দের_অর্থ_কি ?
.
দাহাহা(ﺩﺣﺎﻫﺎ ) শব্দে ﺩﺣﺎ হচ্ছে ক্রিয়া,ক্রিয়ামূল ﺩﺣﻮ অভিধানসমূহে এর অর্থ লেখা হয়েছে : ﺑﺴﻂ،ﻭﺳﻊ،ﻣﺪ তিনি বিস্তৃত করেছেনবিচিয়েছেনপ্রলম্বিত করেছেন
.
(দ্রষ্টব্যঃ লিসানুল আরব২২৭ পৃষ্টাআল ক্বামুসুল মুহীত৩৩২ পৃষ্ঠালুগাতুল কোরআন ২৭৬ পৃষ্টা প্রভৃতি)



 


.

.
আর ﻫﺎ হচ্ছে ﺿﻤﻴﺮ ﻣﻨﺼﻮﺏ ﻣﺘﺼﻞ বা যুক্ত কর্মবাচক সর্বনাম
.

অর্থঃ "তাকে" সব মিলিয়ে শব্দটির অর্থ প্রসঙ্গে প্রখ্যাত আরবী বিশারদ আল্লামা আবু হাইয়্যান (রহ) বলে_____________
.
” ﺩﺣﺎﻫﺎ “ ﺑﺴﻄﻬﺎ ﻭﻣﻬﺪﻫﺎ ﻟﻠﺴﻜﻨﻲ ﻭﺍﻻﺳﺘﻘﺮﺍﺭ ﻋﻠﻴﻬﺎ
.
দাহাহা(ﺩﺣﺎﻫﺎ ) অর্থ --আল্লাহতা'লা পৃথিবীকে বসবাস অবস্থানের জন্য বিস্তৃত করেছেন এবং বিচিয়েছেন
.
(
আজওয়াউল বায়ান, ৩য় খন্ড,৪২২ পৃষ্টা)
.
আয়াতের তাফসীর প্রসঙ্গে বিখ্যাত মুফাসসীর ইমাম আবুল ফিদা ইসমাঈল ইবনে উমর কাসীর (রহ.) বলেন____________
.
ﺗﻔﺴﻴﺮﻩ ﻣﺎ ﺑﻌﺪﻩ : ” ﺍﺧﺮﺝ ﻣﻨﻬﺎ ﻣﺎ ﺀﻫﺎ ﻭﻣﺮﻋﻬﺎ ﻭﺍﻟﺠﺒﺎﻝ ﺍﺭﺳﻬﺎ “
.
আয়াতের তাফসীর হচ্ছে পরবর্তি আয়াতদ্বয়: তিনি এর মধ্য থেকে নির্গত করেছেন তার পানি তার চারনস্থল এবং পাহাড়কে দৃঢ়ভাবে স্থাপন করেছেন
.
(
তাফসীর ইবনে কাসীর, ৮ম খন্ড, পৃষ্ঠা ৩১৬)
.
কথার ব্যাখ্যা করে রঈসূল মুফাসসীরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন________
.
” ﺩﺣﺎﻫﺎ ﻭﺩﺣﻴﻬﺎ ﺍﻥ ﺍﺧﺮﺝ ﻣﻨﻬﺎ ﺍﻟﻤﺎﺀ ﻭﺍﻟﻤﺮﻋﻲ ﻭﺷﻘﻖ ﻓﻴﻬﺎﺍﻻﻧﻬﺎﺭ ﻭﺟﻌﻞ ﻓﻴﻬﺎ ﺍﻟﺠﺒﺎﻝ ﻭﺍﻟﺮﻣﺎﻝ ﻭﺍﻟﺴﺒﻞ ﻭﺍﻻﻛﺎﻡ ﻓﺬﻟﻚ ﻗﻮﻟﻪ “ ”_____ ﻭﺍﻻﺭﺽ ﺑﻌﺪ ﺫﻟﻚ ﺩﺣﺎﻫﺎ “
.
দাহাহা (ﺩﺣﺎﻫﺎ ) অর্থ__আল্লাহ পৃথিবীকে বিস্তৃত করেছেন এর ব্যাখ্যা হলোঃ_____তিনি যমিনে পানি চারণক্ষেত্র নির্গম করেছেন এবং সেখানে নদী-নালা তৈরী করেছেন আর সেখানে পাহাড়সমূহ, উপত্যকাসমূহ, রাস্তাঘাট এবং তরিতরকারি ফল-ফলাদি সৃষ্টি করেছেন পবিত্র কুরআনের বাণী__ “ ﻭﺍﻻﺭﺽ ﺑﻌﺪ ﺫﻟﻚ ﺩﺣﺎﻫﺎ ” দ্বারা এটাই বুঝানো হয়েছে
.
(
দ্রষ্টব্যঃ তাফসীর ইবনে কাসীর,৮ম খন্ড, ৩১৫ পৃষ্ঠা)
.
এভাবে হাদীস তাফসীরে (ﺩﺣﺎﻫﺎ ) দাহাহা শব্দের অর্থ "আল্লাহ পৃথিবীকে বিস্তৃত করেছেন" করা হয়েছে কোথাও "উটপাখীর ডিম" করা হয়নি
.
(
প্রমানের জন্য আরো দেখুনঃ তাফসীরে তাবারী,১৪ খন্ড, ২০৮ পৃষ্ঠা/ তাফসীরে বাগাবী, ৮ম খন্ড, ৩২৯পৃষ্ঠা/ তাফসীরে কাবীর, ৮ম খন্ড, ৪১৮ পৃষ্ঠা/ তাফসীরে ঈযাহুল কোরআন, ৯ম খন্ড, ৪২৪ পৃষ্টা প্রভৃতি)
.
কিন্তু কোথাও একথার উল্লেখ নাই যে,( ﺩﺣﺎﻫﺎ ) এর অর্থ "উটপাখীর ডিম"
.
কিন্তু জাকির সাহেব নিজের থিউরি প্রমান করতে গিয়ে পবিত্র কোরআনকে বিকৃত করে মনগড়া অর্থ ব্যাখ্যা করে এটা ডাঃ জাকিরের মূর্খামী ছাড়া নয়তো কি...?
.
জাকির নায়েক তাঁর বইতে বলেন, ১৫৯৭ সালেস্যার ফ্রান্সিস ডেইকই
.
প্রথম পৃথিবীর চারপাশে ভ্রমণের পর প্রমাণ করেন যে, পৃথিবী গোলাকার আমি ফ্রান্সিস ডেইকই বলে কাউকে খুঁজে পাইনি
তবে যিনি এই ইতিহাসখ্যাত নৌকাভ্রমণটি সম্পন্ন করেন, তিনিফ্রান্সিস ড্রেক”; সেটিও আবার ১৫৯৭ সালে নয়, ১৫৫৭ সালে অনেকে ভাবতে পারেন, এটা ছোটখাটো ভুল না, যে-ব্যক্তি কোরআন, গীতা, বাইবেলের কোথায় কোন কথা লেখা আছে, গরগর করে বলে দিতে পারে, তার পক্ষে এই ভুল কোনো ছোট ভুল নয়
.
যাই হোক, এখানে তিনি এই আয়াতটি তুলে ধরেন:
.
"
তুমি কি দেখ না যে, আল্লাহ রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন? তিনি চন্দ্র সূর্যকে কাজে নিয়োজিত করেছেন
.
প্রত্যেকেই নির্দিষ্টকাল পর্যন্ত পরিভ্রমণ করে তুমি কি আরও দেখ না যে, তোমরা যা কর, আল্লাহ তার খবর রাখেন?" (কোরআন ৩১:২৯)
.
আল্লাহ রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন’ - থেকে বোঝা গেলো পৃথিবী গোলাকার বড়োই হাস্যকর! ঠিক যেমন, ব্রাজিলে এক প্রজাপতি পাখা ঝাপটালো আর টর্নেডো তৈরি হল টেক্সাসে জাকির নায়েক এখানে যে-যুক্তিটি তুলে ধরেন, তা হলো - রাত ধীরে ধীরে এবং ক্রমশ দিনে রূপান্তরিত হয়
.
ঘটনা কেবল পৃথিবী গোলাকার হলেই সম্ভব পৃথিবী চ্যাপ্টা হলে নাকি রাত দিনের এই পরিবর্তন আকস্মিক হয়ে যেত জিনিসটা ক্লিয়ারলি বোঝা গেলো না পৃথিবী চ্যাপ্টা হলে এই পরিবর্তন কেন আকস্মিক ঘটতো, তার ব্যাখ্যা জাকির নায়েকের কাছে জানতে চাই তিনি এর পর এই আয়াতটি তুলে ধরেন:
.
"
তিনি আসমান যমীন সৃষ্টি করেছেন যথাযথভাবে তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং তিনি সুর্য চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত জেনে রাখুন, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল" (কোরআন ৩৯:)
.
এখানেও সেই একই যুক্তি, পৃথিবী গোলাকার না হলে নাকি রাতকে দিন দ্বারা দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করা সম্ভব নয়
.
আমি জাকির নায়েককে Gods of Egypt মুভিটা দেখার অনুরোধ জানাবো যেখানো পৃথিবী চ্যাপ্টা হওয়া সত্ত্বেও দিন রাতের পরিবর্তন সুষমভাবে (যেমনটা এখন হয়) হয় এবং সম্পূর্ণ যৌক্তিক পদ্ধতিতেই এখানে সেই কল্পিত দেবতা আর কোরআনের আয়াতের মধ্যে পার্থক্য নেই এর পরের যে-আয়াত জাকির নায়েক উল্লেখ করেন, সেটি হলো:
.
"
পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন" (কোরআন ৭৯:৩০)
.
জাকির নায়েক এখানে বলেছেন, এই আয়াতে ব্যবহৃত আরবি শব্দ "দাহাহা" (ﺩَﺣَﺎﻫَﺎ ) অর্থ উটপাখির ডিম, যা দ্বারা কোরআনে পৃথিবীর আকার বোঝানো হয়েছে অর্থটি এমন হলে ঠিকই ছিলো, কিন্তু দাহাহা নিয়ে ডাহা মিথ্যাচার করেছেন তিনি
.
দাহাহা অর্থ উটপাখির ডিম নয় দাহাহা অর্থ হলো বিস্তৃত করা বা ছড়িয়ে দেয়া
.
ডাক্তার জাকির নায়েকের থিউরিযদি তা বিজ্ঞানের সাথে মিলে, তাহলে বুঝে নিনতা আল্লাহর বাণী”– থিউরি অনুযায়ী তো যে কেউ বিজ্ঞানের থিউরি অনুযায়ী কথা বানিয়ে তাকেআল্লাহর বাণীবলে দাবী করতে পারে! কেননা, ডাক্তার জাকির নায়েকের থিউরি মতে তা আল্লাহর বাণী হওয়ার তো প্রমাণ পাওয়া গিয়েছে যে, তা বিজ্ঞানের সাথে মিলেছে! তখন তার বানানো কথাকে আল্লাহর বাণী নয় বলবেন কী করে? (নাউযুবিল্লাহ)
.
আর বাস্তবেও ডাক্তার জাকির নায়েক এমন অপকীর্তিই করেছেন তিনি (কুরআনের আয়াতের অর্থ বর্ণনায়) নিজের পক্ষ থেকে কথা বানিয়ে তাকেআল্লাহর বাণীবলে দাবী করেছেন এবং তাকে আল্লাহর বাণী বলে প্রমাণ করতে তিনি তাকে তার কথিত বিজ্ঞানের সাথে মিল করে দেখিয়েছেন (নাউযুবিল্লাহ)
.
উদাহরণ স্বরূপ, পবিত্র কুরআনে সূরাহ নাযিআত-এর ৩০ নং আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন– ﻭَﺍﻟْﺄَﺭْﺽَ ﺑَﻌْﺪَ ﺫَٰﻟِﻚَ ﺩَﺣَﺎﻫَﺎ অর্থ–“আসমান সৃষ্টির পর আল্লাহ পৃথিবীকে বিস্তৃত করেছেন কিন্তু ডাক্তার জাকির নায়েক মনে করেছেনকুরআনের আয়াত দ্বারা পৃথিবী সমতল হওয়া বুঝা যাচ্ছেযা তার ধারণানুযায়ী বিজ্ঞানের সাথে মিলতেছে না বিজ্ঞানের থিউরির সাথে মিলতে হলে আয়াতে পৃথিবীকে গোল বুঝাতে হবে
.
তাই ডাক্তার জাকির নায়েক আয়াতের অর্থকে পরিবর্তন করে নিজের পক্ষ থেকে আয়াতের অর্থ বানিয়ে বলেন যে, আয়াতের অর্থ হলো–“He made the earth egg-shaped (আল্লাহ পৃথিবীকে ডিম্বাকৃতি করে সৃষ্টি করেছেন)এরপর মনগড়া তথ্য দিয়ে ডাক্তার জাকির নায়েক টিকা টেনে বলেন,
.
“The Arabic word ‘dahhaahaa’ is derived from ‘Dahhyah’ which means ‘egg’ ”
.
(
এখানে আরবী ﺩَﺣَﺎﻫَﺎ (দাহাহা) শব্দদাহইয়াথেকে এসেছে যা ডিম বুঝায়)এভাবে ডাক্তার জাকির নায়েক বলেন যে, “ ﺩَﺣَﺎﻫَﺎ শব্দের অর্থ উটপাখির ডিম
.
এখানে কুরআন বলছে, উটপাখির ডিমের আকৃতি হচ্ছে পৃথিবীর ভূ-গোলকীয় আকৃতির ন্যায়
.
(
দ্রষ্টব্য : ডা. জাকির নায়েক লেকচার সমগ্র, ভলিয়াম নং , পৃষ্ঠা নং ৭৭ প্রকাশনায় : পিস পাবলিকেশনঢাকা)
.
ডাক্তার জাকির নায়েকের উক্ত বক্তব্যের ভিডিও-স্ক্রিপ্ট ইন্টারনেটের ইউটিউবে “Quran & Modern Science Conflict or Conciliation | Dr Zakir Naik” নামে রয়েছে
.
ছাড়াও ডাক্তার জাকির নায়েকের উক্ত বক্তব্যের বাংলা ডাবিংকৃত ভিডিও ইউটিউবে “Bangla! Qur’an and Modern Science-Conflict Or Conciliation By Dr.Zakir Naik” নামে রয়েছে
.
আসতাগফিরুল্লাহ, ডাক্তার জাকির নায়েক পবিত্র কুরআনের আয়াতের অর্থকে কীভাবে পরিবর্তন করে বিকৃত করে দিলেন! যেখানে আয়াতে বলা হয়েছে, পৃথিবীকে (বিছানার ন্যায়) বিস্তৃত বা সমতল বানানো হয়েছে, ডাক্তার জাকির নায়েক তাকে উল্টিয়ে বললেন, আয়াতে বলা হয়েছে, পৃথিবীকে ডিমের মতো গোল বানানো হয়েছে (নাউযুবিল্লাহ)
.
এক্ষেত্রে মজার ব্যাপার হলো, ডাক্তার জাকির নায়েক যে কুরআনের আরবী কিছুই বুঝেন না, এখানে তিনি তার সেই জাহালাতের পরিচয় দিয়েছেন যে, আয়াতে যেখানে ﺩَﺣَﺎﻫَﺎ (দাহাহা) শব্দটি হচ্ছে কর্মপদের সর্বনাম যুক্ত অতীতকালের ক্রিয়াপদযার অর্থ–“তিনি তাকে বিস্তৃত করেছেন”, অথচ ডাক্তার জাকির নায়েক ﺩَﺣَﺎﻫَﺎ শব্দের অর্থ করেছেন–“উটপাখির ডিম”–যার কারণে ক্রিয়াপদটি বিশেষ্যপদ হয়ে যায় বলা বাহুল্য, পৃথিবীর কোন অভিধানে শব্দের অর্থ নেই এবং আরবী ব্যাকরণ অনুযায়ী শব্দের অর্থ কখনো হতে পারে না
.
তা ছাড়া এরপরের তিনটি আয়াতে পৃথিবীর বিস্তৃতির স্বরূপ ব্যাখ্যা করা হয়েছেযার সাথে ﺩَﺣٰﻯﮩَﺎ (দাহাহা) অর্থ–“তিনি তাকে বিস্তৃত করেছেন”-এর মিল রয়েছে, কিন্তু এর সাথে উটপাখির ডিমের কোন সম্পর্ক নেই সুতরাং ডাক্তার জাকির নায়েকের অর্থ এ্খানে কোনভাবেই খাটে না
.
অথচ ডাক্তার জাকির নায়েক শুধুমাত্র তার ধারণা মতে কথিত বৈজ্ঞানিক থিউরির সাথে কুরআনের তথ্যকে মিলানোর নামে কুরআনের উপর এমন মারাত্মক হস্তক্ষেপ করে তার অর্থকে পরিবর্তন করে দিয়েছেন যা কুরআনকে বিকৃত করার শামিল

.
এভাবে তিনি কুরআনের আয়াতকে উল্টিয়ে জাল কুরআন বানিয়ে মারাত্মক ফিতনার জন্ম দিয়ে মানুষকে গোমরাহ করার ব্যবস্থা করেছেন এবং বিজ্ঞান গবেষকদেরও হাসির খোরাক যুগিয়েছেন (নাউযুবিল্লাহ)
.
অধিকন্তু শিউরে ওঠার মতো ব্যাপার হলো, ডাক্তার জাকির নায়েক উক্ত সূরাহ নাযিআত-এর ৩০ নং আয়াতের সেই অর্থ অর্থাৎ “He made the earth egg-shaped” এবং সেই সাথে তার বর্ণনাকৃত টিকা
.
“The Arabic word ‘dahhaahaa’ is derived from ‘Dahhyah’ which means ‘egg’
.
এসব কালেক্ট করেছেন মিথ্যুক ভণ্ড নবী দাবীদার কুখ্যাত রাশেদ খলীফার কাছ থেকেযিনি মূল কুরআন থেকে অনেক আয়াত ছাটকাট করে বাদ দিয়ে মনগড়া নতুন কুরআন তৈরী করেছেন এবং আল্লাহর থেকে ওহী পাওয়ার নামে বিভিন্ন আয়াতের মনগড়া অর্থ করেছেন (নাউযুবিল্লাহ) উল্লিখিত অর্থটিও সেই ধরনেরই তার ভণ্ডামিপ্রসূত অর্থ এভাবে জাকির নায়েকের বর্ণনাকৃত উক্ত অর্থ টিকাসহ হুবহু ভণ্ড নবী দাবীদার রাশেদ খলীফার বানানো অনুবাদে রয়েছে
.
প্রমাণের জন্য রাশেদ খলীফার বানানো কুরআন সাইট থেকে তার উক্ত সূরাহ নাযিআত-এর ৩০ নং আয়াত
ﻭَﺍﻟۡﺎَﺭۡﺽَ ﺑَﻌۡﺪَ ﺫٰﻟِﮏَ ﺩَﺣٰﻯﮩَﺎ
-
এর অর্থ দেখুন নিম্নবর্ণিত লিঙ্কে (৬ষ্ঠ লাইনে ডানে আরবী বামে তার অর্থ টিকা দেখতে পাবেন) :
.
http://submission.org/QI#79:25-46
.
দুঃখজনক যে, নির্ভরযোগ্য মুফাসসিরগণের শত শত সহীহ অনুবাদ তাফসীর থাকতে সেগুলো বাদ দিয়ে ডাক্তার জাকির নায়েক পবিত্র কুরআনের অর্থ করতে পথভ্রষ্ট ভণ্ড নবী দাবীদার কাফির রাশেদ খলিফার দারস্থ হয়েছেন এবং তার পথ ধরে কুরআনকে বিকৃত করে ফেলেছেন এভাবে তিনি নিজেও পথভ্রষ্ট হয়েছেন এবং মানুষকেও পথভ্রষ্ট করেছেন
.
এভাবে নানারূপ বিপথগামিতার মধ্য দিয়ে নানারূপ ভ্রান্ত মতবাদ সৃষ্টির ন্যায় ডাক্তার জাকির নায়েক বিজ্ঞানের দ্বারা কুরআনের সত্যতা যাচাইয়ের মনগড়া মতবাদ দ্বারা মহাফিতনার জন্ম দিয়েছেন যা মানুষের ঈমানধ্বংসের মারাত্মক ফাঁদ হয়ে দাঁড়িয়েছে
.
ডাক্তার সাহেবের তাফসীর সংশ্লিষ্ট হাদীসের ব্যাপারে অজ্ঞতা এতটাই সীমাহীন যে, হাদীস ভান্ডার তাফসীরের মৌলিকত্ব পর্যন্ত পৌছার চেষ্টার বদলে মনগড়া ব্যাখ্যা করতে শুরু করেছেন
.
ডাক্তার জাকির নায়েক
.
ﻭَﺍﻟْﺄَﺭْﺽَ ﺑَﻌْﺪَ ﺫَﻟِﻚَ ﺩَﺣَﺎﻫَﺎ ﺍﻟﻨﺎﺯﻋﺎﺕ 30 - )
.
আয়াতে কারীমা সম্পর্কে বলেন-এখানে ডিমের জন্য ব্যবহৃত শব্দদাহা এর দ্বারা উদ্দেশ্য হল উটপাখির ডিম উটপাখির ডিম জমিনের সাথে সাদৃশ্য রাখে
.
তাই পবিত্র কুরআন বিশুদ্ধভাবে পৃথিবীর আকৃতির ব্যাখ্যা করছে অথচ কুরআন নাযিলের সময় পৃথিবীকে (Flat) সমতল মনে করা হতো
.
{
খুতুবাতে জাকির নায়েক , কুরআন আওর জাদিদ সায়েন্স-৭৩-৭৪ }
.
এখানে ডাক্তার সাহেব বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে প্রভাবিত হয়ে , সেই সাথে পবিত্র কুরআনের মূল আলোচ্য বিষয় (তথা তাওহীদ রিসালত , আর বাকি প্রাকৃতিক বিষয়াদির আলোচনা প্রাসঙ্গিক মাত্র) না বুঝার কারণে পৃথিবীর আকৃতির বিশ্লেষণ করার জন্য আয়াতে কারীমা দিয়ে ভুল দলিল দিতে আয়াতের মনগড়া তাফসীর করেছেন
.
কেননা , আরবী ভাষায়- ﺩﺣـــﻮ শব্দটি এবং তার মূল উৎস বিস্তৃত বিস্তীর্ণ করার অর্থ প্রদান করে এই অর্থ হিসেবেদাহাহা’- এর অনুবাদ তাফসীর হল
পৃথিবীকে বিস্তৃত করা তাতে বিদ্ধমান বস্তু সমূহকে সৃষ্টি করা
.
(
দ্রষ্টব্য: তাফসীরে ইবনে কাসীর) এই শব্দটি তার মূল উৎসডিমেরঅর্থে আসে না
.
বাংলা অনুবাদে তো বটেই, কোরানের 'টি স্বীকৃত ইংরেজি অনুবাদেও উটপাখির ডিমের কথা উল্লেখ নেই, সব অনুবাদেই বিস্তৃত করার কথা বলা হয়েছে সব ইহুদি-নাছারাদের ষড়যন্ত্র!
.
তাই মুফাসসিরের জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে যেমন ,
.
- কুরআনের সকল আয়াতের উপর দৃষ্টি থাকতে হবে
.
- হাদীসের ব্যাপারে থাকতে হবে অগাধ পান্ডিত্ব
.
. আরবী ভাষা ব্যকরণ তথা নাহু , ছরফ, ইশতিক্বাক্ব, এবং অলঙ্কার শাস্ত্রে রাখতে হবে গভীর পাণ্ডিত্য
.
ডাক্তার সাহেবের মধ্যে সকল শর্তের একটিও যথাযথভাবে পাওয়া যায় না তার না আছে আরবী ভাষা আরবী ব্যকরণ সর্ম্পকে যথাযথ পারঙ্গমতা
না আছে হাদিস ভাণ্ডারের উপরকোন সুগভীর পড়াশোনা
আর আরবী সাহিত্য অলঙ্কার শাস্ত্রেও নন তেমন জ্ঞানী
.
হাদিস শরিফে বর্ণিত আছে-
.
ﻣﻦ ﻗﺎﻝ ﻓﻲ ﺍﻟﻘﺮﺁﻥ ﺑﺮﺃﻳﻪ ﻓﺄﺻﺎﺏ ﻓﻘﺪ ﺃﺧﻄﺄ
.
অর্থ: যে ব্যক্তি কুরআনের তাফসীর কেবল নিজের জ্ঞান দিয়ে করে , তাহলে সে ঘটনাচক্রে সঠিক বললেও তাকে ভুলকারী সাব্যস্ত করা হবে (তিরমিযি শরিফ-হাদীস নং-২৯৫২)
.
অন্য বর্ণনায় এসেছে যে,
.
ﻭﻣﻦ ﻗﺎﻝ ﻓﻲ ﺍﻟﻘﺮﺁﻥ ﺑﺮﺃﻳﻪ ﻓﻠﻴﺘﺒﻮﺃ ﻣﻘﻌﺪﻩ ﻣﻦ ﺍﻟﻨﺎﺭ
.
অনুবাদ- যে ব্যক্তি স্বীয় যুক্তি দিয়ে কুরআনের তাফসীর করে সে তার আবাস জাহান্নামকে বানিয়ে নিল
.
{
সুনানে তিরমিযী , হাদীস নং-২৯৫১ }
.
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কুরআন সুন্নাহর সঠিক জ্ঞান ধান করুক।। আমিন
.....

 



Comments

Popular posts from this blog

পোলিও টিকাতে মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয় বানরের কিডনি:

আপনার শিশুকে টিকা দিতে চান? তার আগে সত্য জানুন!

ডাইনোসর নিয়ে যত জল্পনা কল্পনা: