ইয়াজুজ মাজুজ শব্দের উৎপত্তি
উলামাদের কেউ কেউ বলেন, আরবী আজ শব্দ থেকে ইয়াজুজ মাজুজ শব্দের উৎপত্তি হয়েছে। যার অর্থ হচ্ছে দ্রুতগামী। ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে বের হবে তখন তারা খুব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে।
তাদের এই দ্রুতগামীতার জন্য তাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়। আবার কারো কারো মতে আরবী মওজ শব্দ থেকে ইয়াজুজ মাজুজ শব্দের উৎপত্তি। যার অর্থ হচ্ছে তরঙ্গ বা ঢেউ।
ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে বের হবে তখন তারা এতো বেশি সংখ্যক হবে যে তারা তরঙ্গ বা ঢেউয়ের মতো ছুটতে থাকবে এবং সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে। এজন্য তাদেরকে এই নামে নামকরণ করা হয়েছে।
সঠিক কথা এটা হতে পারে যে আজ শব্দ থেকে ইয়াজুজ আর মওজ শব্দ থেকে মাজুজ শব্দের উৎপত্তি। যার অর্থ হচ্ছে দ্রুতগামী ও তরঙ্গ। ইয়াজুজ মাজুজ যখন বের হবে তখন তারা খুব দ্রুত ছুটে চলবে তরঙ্গের আকারে। তাই তাদেরকে ইয়াজুজ মাজুজ নামে নামকরণ করা হয়েছে।
Jajakallah khairan
ReplyDelete