সমতল জমিনের বিশ্বাসটাই সকল নবি রাসূলগন করতেন:
আকিদা বা বিশ্বাসের কথাই যদি বলতে হয়,তাহলে বলবো সমতল জমিনের বিশ্বাসটাই সকল নবি রাসূলগন করতেন।
সমতল বলতে আকাবাকা উচু নিচু পাহাড় পর্বত সব মিলিয়ে।যাকে বিস্তৃত বুঝায়।
বর্তমানে প্রচলিত ধ্যান ধারণা গুলো নবি- রাসুল ও আসমানী কিতাবের বিপরীত।
জমিন সমতল এবং স্থীর।
এটা যারা বিশ্বাস করবে না সে আসমানী কিতাব ও সকল নবি রাসূলদের আকিদার বিপরীত চলে গেলো।
এখন কেউ যদি তা আকিদার বিষয় না মনে করে আর নব্য জাহেলদের বিশ্বাস অনুসরণ করে,সে ঐ জাহেলদেরই সমর্থক এবং তার আকিদায় সমস্যা আছে।
অজ্ঞতার কারণে যারা কনফিউস তাদের বিষয়টি বাদ।
যারা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে বা করবে হাদিস অনুসারে তার স্থান জাহান্নাম।
তাই আমি স্পষ্ট করে বলছি,সমতল বিস্তৃত জমিনের বিশ্বাসটি মৌলিক আকিদার অংশ না হলেও এটি শাখা গত আকিদার বিষয়।
যারা সজ্ঞানে তার বিপরীত অবস্থান নিবে সেটা নুন্যতম তার দুর্বল ইমানের পরিচয় বহন করবে বৃহত পর্যায়ে সেটা তার কুফরী আকিদার পরিচয় বহন করবে।
এই বিষয় গুলোর সকল সুলভ ও দুর্লভ দলিল এবং যুক্তিপ্রমাণাদি আমার হাতে আছে।
ফেবুতে এগুলো নিয়ে তর্কাতর্কিতে যেতে চাই না।সময়ও নেই।
তারপরেও আস্ত দুনিয়া জুড়ে যদি কোন সত্যিকার আলেম আমাকে চ্যালেঞ্জ করে, আমি তার সাথে লাইভ চ্যালেঞ্জ গ্রহণ করবো।
শর্ত একটাই সেটা হতে হবে সরাসরি এবং মিডিয়াতে।
যেন সবাই অল্পতেই ক্লিয়ার বুঝতে পারে।
আমার হাতে সময় আছে মাত্র এক বছর।
লিখেছেন: Sheikh Muhammad Bin Shams
ID link:
Comments
Post a Comment